সংঘাত আরও তীব্রতর, যন্তর মন্তরে কুস্তিগীরদের ধরনায় ‘না’ দিল্লি পুলিশের
দিল্লি পুলিশের সঙ্গে সংঘাত আরও তীব্রতর হচ্ছে কুস্তিগীরদের। দিল্লির যন্তর-মন্তরে আর ধরনা দিতে পারবেন না বজরং পুনিয়া-সাক্ষী মালিকরা। কড়া নির্দেশ দিল দিল্লি পুলিশ। যন্তর মন্তরেও ধরনাস্থল থেকে উচ্ছেদ করা হয়েছে কুস্তিগিরদের। সোমবার সকাল থেকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা যন্তর মন্তর চত্তরকে।
বেলা গড়াতেই দিল্লি পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল যন্তর মন্তরে ধরনায় বসতে পারবেন না কুস্তিগীররা। তাঁদের অন্যত্র জায়গা খুঁজে নিতে হবে। বাধা যতই আসুক আগামীদিনে এই প্রতিবাদ চালিয়ে নিয়ে যাবেন বলেই জানিয়েছেন বজরং পুনিয়ারা। সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি


