‘ধোনি কি সারা জীবন খেলবে?’, মাহির অবসর নিয়ে চাঁচাছোলা মন্তব্য কপিল দেবের

মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে এবার মুখ খুললেন কপিল দেব। চলতি আইপিএলের শুরু থেকেই মাহির অবসর নিয়ে জল্পনা তৈরি হয়েছে। মেগা ফাইনালের আগে সেই জল্পনার মাত্রা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। এই আবহে ধোনির অবসর নিয়ে স্পষ্ট ভাষায় নিজের মতামত জানালেন বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক।

একটি বেসরকারি চ্যানেলে ধোনির অবসরের প্রসঙ্গ উঠতেই কপিল বলেন, '১৫ বছর ধরে ধোনি আইপিএল খেলছে। তহালে শুধুমাত্র ধোনিকে নিয়ে এক কথা হচ্ছে কেন? সে তাঁর কাজ করেছে, তাঁর থেকে কি আর নতুন আমরা পেতে চাইছি।' সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি

 

news