মিরপুর হোম অব গ্রাউন্ডে শ্রীলংকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিরতিহীনভাবে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। লংকান বোলারদের বিপক্ষে নামমাত্র প্রতিরোধ গড়তেও ব্যর্থ হয় বাংলাদেশ। রাজিথা ৩টি ও ফার্নান্দো নিয়েছেন ২টি উইকেট।

ইনিংসের প্রথম দুই ওভারেই শূন্য রান করে বিদায় নেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় আর তামিম ইকবাল। পরে ব্যাটিং ব্যর্থতার ধারাবাহিকতা রক্ষা করে ব্যক্তিগত ৯ রানে ফেরেন মুমিনুল। টেস্টে শেষ ৬ ইনিংসে তার সংগ্রহ মাত্র ২৪ রান। পরে ব্যক্তিগত ৮ রানে শান্ত ও পরের বলেই সাকিব আল হাসানকে গোল্ডেন ডাকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরী করেন রাজিথা। তবে লিটনের কল্যাণে রাজিথাকে হ্যাটট্রিক বঞ্চিত করে বাংলাদেশ। 

এই ম্যাচে শরিফুলের বদলে একাদশে ফিরেছেন এবাদত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শেষে, ডিপিএলে চোট পেয়ে চট্টগ্রাম টেস্টে খেলতে পারেননি এবাদত। অন্যদিকে নাঈম হাসানের বদলে ২০ মাস পর দলে জায়গা করে নিয়েছেন মোসাদ্দেক। তিনি ২০১৯ সালে সবশেষ চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে সাদা পোশাকে মাঠে নেমেছিলেন।

 বাংলাদেশ একাদশ:
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, এবাদত হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ। শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক),  কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দীনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়েলা, ওশাদা ফার্নান্দো, ধনঞ্জয়া ডি সিলভা, রমেশ মেন্ডিস, প্রবীণ জয়াভিক্রমা, অসিতা ফার্নান্দো এবং কাসুন রাজিথা।

news