ঢাকা টেস্টের শুরুতে শ্রীলংকার বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পরে মাত্র ২৪ রানেই ৫ উইকেট হারায় বাংলাদেশ। পরে লিটনের টেস্ট ক্যারিয়ারের তৃতীয় এবং মুশফিকের টেস্ট ক্যারিয়ারের নবম শতকের কল্যাণে প্রথম দিন শেষ করে বাংলাদেশ। মুশফিক ও লিটনের অপরাজিত ষষ্ঠ উইকেটের দল পায় ২৫৩ রান। লিটন কুমার দাস ১৩৫ এবং মুশফিকুর রহিম ১১৫ রানে অপরাজিত আছেন। প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৭৭ রান।

মিরপুর হোম অব গ্রাউন্ডে শ্রীলংকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিরতিহীনভাবে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। লংকান বোলারদের বিপক্ষে নামমাত্র প্রতিরোধ গড়তেও ব্যর্থ হয় বাংলাদেশ। রাজিথা ৩টি ও ফার্নান্দো নিয়েছেন ২টি উইকেট।

ইনিংসের প্রথম দুই ওভারেই শূন্য রান করে বিদায় নেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় আর তামিম ইকবাল। পরে ব্যাটিং ব্যর্থতার ধারাবাহিকতা রক্ষা করে ব্যক্তিগত ৯ রানে ফেরেন মুমিনুল। টেস্টে শেষ ৬ ইনিংসে তার সংগ্রহ মাত্র ২৪ রান। পরে ব্যক্তিগত ৮ রানে শান্ত ও পরের বলেই সাকিব আল হাসানকে গোল্ডেন ডাকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরী করেন রাজিথা। তবে লিটনের কল্যাণে রাজিথাকে হ্যাটট্রিক বঞ্চিত করে বাংলাদেশ।

news