ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। যার সব কয়টিই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়ামে। এই সিরিজ দিয়ে প্রায় এক বছর পর আন্তর্জাতিক ওয়ানডেতে ফিরতে যাচ্ছে পাকিস্তানের সহ-অধিনায়ক শাদাব খান।
শাদাব সব শেষ পাকিস্তানের জার্সিতে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন গত বছরের ডিসেম্বর মাসে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচের পরই ইনজুরির কারণে মাঠের বাহিরে চলে যান শাদাব। এর পর চলতি বছর পাকিস্তান সুপার লিগেও পুরো মৌসুম খেলতে পারেননি তিনি। আর শাদাব সবশেষ ওয়ানডে খেলেছেন গত বছরের জুলাই মাসে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তান ম্যাচ তিনটি খেলবে যথাক্রমে ৮, ১০ ও ১২ জুন। আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ হওয়ায় সিরিজটি উভয় তলের জন্যই গুরুত্বপূর্ণ।
পাকিস্তান স্কোয়াড: বাবর (অধিনায়ক), শাদাব (সহঅধিনায়ক), আব্দুল্লাহ, ফখর , হারিস, হাসান, ইফতিখার , ইমাম , খুশদিল , হারিস, নওয়াজ, রিজওয়ান, ওয়াসিম, শাহীন আফ্রিদি, শাহনওয়াজ, জাহিদ ।