চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রত্যাশার তুলনায় মোটেও দলের চাহিদা পূরণ করতে পারেনি ভারতের দুই নির্ভর যোগ্য ব্যাটার রোহিত শর্মা ও ভিরাট কোহলি।
শেষ পর্যন্ত ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে ভারত দলের বর্তমান তিন ফরম্যাটের অধিনায়ক রোহিত শর্মা ও দলটির সাবেক অধিনায়ক ভিরাট কোহলিকে। চলতি আইপিএলে ১৪ খেলায় ১৯.১৪ গড়ে ২৬৮ রান করেছেন রোহিত। ভিরাটের সংগ্রহ ১৪ খেলায় ৩০৯ রান যেখানে গড় ছিল ২৩.৭৬ রান। ক্রিকট্রাকার
ভারতের সাবেক ক্রিকেটার ও দলটির সাবেক অধিনায়ক রবি শাস্ত্রী বলেন, আমার মনে হয় না রোহিতের বিশ্রামে যাওয়ার প্রয়োজন আছে। বিরাটের (কোহলি) কথা যদি বলি, গত এক-দেড় বছর ধরে সব ফরম্যাটের ক্রিকেটেই খেলেছে। দক্ষিণ আফ্রিকা সিরিজের পর ইংল্যান্ড সফরে যাওয়ার আগে রোহিত ১০ দিন থেকে ১৪ দিনের একটা বিরতি পাচ্ছে, এটাই যথেষ্ট।