ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ভিরাট কোহলির সতীর্থ দিনেশ কার্তিক। এদিকে ক্রমাগত বাজে পারফরম্যান্সের কারণে দল থেকে কোহলিকে বিশ্রাম দেওয়া হলেও বয়সটা প্রায় ৩৭ শেষ হয়ে যাওয়া দিনেশ কার্তিক চলতি আইপিএলে দারুণ ব্যাটিং করে আবারো জাতীয় দলে ফিরে এসেছেন । আইপিএলের পরেই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত।
চলতি আইপিএলে এখন পর্যন্ত ১৪ খেলায় কোহলির সংগ্রহ ৩০৯ রান যেখানে তার গড় ২৩.৭৬ হলেও স্ট্রাইকরেট ছিল মাত্র ১১৭। যা বর্তমানে জাতীয় দলে জায়গা করে নেওয়ার পক্ষে দুর্বল বলেই মনে করেন অনেকে। অপরদিকে চলতি আইপিএলে ৫৭.৪ গড়ে ব্যাটিং করে ২৮৭ রান করেছেন কার্তিক যেখানে ১৯১ স্ট্রাইকরেটে ব্যাট চালিয়েছেন তিনি ।
কার্তিক বলেন, অনেক খুশি আমি। অবশ্যই বলতে হবে এটা আমার জন্য সবচেয়ে বিশেষ প্রত্যাবর্তন। কারণ অনেকেই আমার আশা ছেড়ে দিয়েছিলেন। আমার জন্য ফিরে আসা এবং আমি যা করেছি তার জন্য অনেক আনন্দিত।


