ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের মালিকানা কিনলেন কাতারের ধনকুবের শেখ জসিম
গত কয়েক বছর ধরে চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিতে পারেনি জনপ্রিয় ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। তবে চলতি মৌসুমে ধারাবাহিক পারফরম্যান্স করে ইংলিশ প্রিমিয়ার লিগের চতুর্থ স্থান নিশ্চিত করেছে ক্লাবটি। সেই সঙ্গে আগামী চ্যাম্পিয়ন্স লিগে অংশ গ্রহণ করবে রেড ডেভিলসরা। এ দিকে ম্যানচেস্টার ইউনাইটেড ও গ্লেজার পরিবারের মধ্যে বিচ্ছেদ হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, রেড ডেভিলসদের মালিক হচ্ছেন কাতারের ধনকুবের শেখ জসিম বিন হামাদ আল থানি। ইউনাইটেড অধিগ্রহণের লক্ষ্যে তার পঞ্চম তথা চূড়ান্ত প্রস্তাবে রাজি হয়েছে গ্লেজার পরিবার।
সেই ২০০৫ সাল থেকে গ্লেজার পরিবার ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের মালিক। ১৮ বছরের সেই সম্পর্কও এবার শেষ হতে চলেছে। আসলে গত কয়েকবছর ধরে ম্যানচেস্টার ইউনাইটেডের সময়টা ভালো যাচ্ছে না। নিজের নামের প্রতি একেবারেই সুবিচার করতে পারেনি ক্লাবটি। সাফল্য ছিল না। ক্লাবের পরিকাঠামো উন্নয়ন প্রক্রিয়া থমকে গেছে। শেষে গতবছর নভেম্বরে ক্লাব বিক্রির সিদ্ধান্ত চূড়ান্ত করে গ্লেজার পরিবার।
ম্যানচেস্টার ইউনাইটেডের মতো বিখ্যাত ক্লাবের মালিকানা পেতে আগ্রহ দেখিয়েছিলেন বহু ধনকুবের। এমনকি অ্যাপলের মতো একাধিক বিখ্যাত সংস্থাও ম্যান ইউ কিনতে আগ্রহ দেখিয়েছিল। কিন্তু চূড়ান্ত লড়াইয়ে ছিলেন কাতারের শেখ জসিম বিন হামাদ আল থানি এবং ব্রিটিশ ধনকুবের স্যার জিম র্যাটক্লিফ। তবে র্যাটক্লিফের প্রস্তাবে অখুশি ছিলেন সমর্থকরা। বোর্ডের একটা অংশও তার প্রস্তাব মানতে চায়নি। আসলে তিনি চাইছিলেন ক্লাবের ৬০ শতাংশ মালিকানা নিজের হাতে রাখতে। বাকিটা গ্লেজার পরিবারের হাতেই ছাড়তে চাইছিলেন ওই ব্রিটিশ ধনকুবের। সেই প্রস্তাব প্রত্যাখ্যাত হয়।
তবে কাতারি ধনকুবের শেখ জসিম বিন হামাদ আল থানি পুরোপুরি ক্লাবের ১০০ শতাংশ মালিকানা কিনতে আগ্রহী ছিলেন। ক্লাবের সব দেনা মিটিয়ে আবারও বিশ্বের সবচেয়ে শক্তিশালী ফুটবল দলগুলির মধ্যে প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতিও ছিল তার প্রস্তাবে। শেষ পর্যন্ত সেই প্রস্তাবই গৃহীত হল। এর ফলে ১৮ বছর পর ব্যাটন বদল হবে ম্যানচেস্টার ইউনাইটেডের।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


