পাকিস্তান বিশ্বকাপ খেলতে ভারত যাবে কিনা সরকারের উপর নির্ভর করছে: পিসিবি
এশিয়া কাপ নিয়ে জটিলতা কাটলেও ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে যেন ধোঁয়াশা রয়েই গেছে। ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে পাকিস্তান অংশ নেবে কি না সেটি এখনও নিশ্চিত করেননি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি। পিসিবি চেয়ারম্যান জানান, দুই গুরুত্বপূর্ণ শর্তের ওপর নির্ভর করছে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ।
নাজাম শেঠি জানান, পাকিস্তানের সরকার থেকে অনুমতি পেলেই কেবল ভারতে বিশ্বকাপ খেলতে যাবে পাকিস্তান। একই সঙ্গে আহমেদাবাদের ভেন্যুতে পাকিস্তান খেলবে কি না সেটির সিদ্ধান্তও নেবে দেশটির সরকার। এই দুই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে বাবর-রিজওয়ানদের বিশ্বকাপে অংশগ্রহণ।
তিনি বলেন, আইসিসিকে বিশ্বকাপের সূচি নিয়ে লিখেছি। আমরা অনুমোদন বা অসম্মতি কোনোটাই এখনও জানাইয়নি। এটি আমাদের সরকার সিদ্ধান্ত নেবে ঠিক যেমনটা ভারত আমাদের এখানে খেলতে আসার আগে ওদের সরকার সিদ্ধান্ত দেয়। আহমেদাবাদে খেলব কি না, প্রশ্নটি করে লাভ নেই। পাকিস্তান সরকার সিদ্ধান্ত নেবে আমরা কোথায় খেলতে যাব। এ দুই গুরুত্বপূর্ণ শর্তের ওপরই নির্ভর করছে আমাদের সিদ্ধান্ত।
এর আগে, ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে খসড়া সূচি প্রকাশ করে বিসিসিআই। বিসিসিআইয়ের প্রকাশিত সূচিতে দেখা যায়, ১৫ অক্টোবর ভারতের বিপক্ষে আহমেদাবাদে মাঠে নামবে পাকিস্তান। ২০ অক্টোবর বাবর-রিজওয়ানদের পরবর্তী প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ২৩ ও ২৭ অক্টোবর পাকিস্তান যথাক্রমে আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে। ৩১ অক্টোবর পাকিস্তান লড়বে বাংলাদেশের বিপক্ষে। ৫ ও ১২ নভেম্বর পাকিস্তানের প্রতিপক্ষ যথাক্রমে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। এর আগে, ৬ ও ১২ অক্টোবর কোয়ালিফায়ারের ম্যাচ খেলবে বাবররা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


