শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ওয়ানডে সিরিজ টাইগার যুবাদের
শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুটা ভালো করতে না পারলেও ঘুরে দাঁড়িয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজে সমতায় ফিরেছিলো বাংলাদেশ। সোমবার রাজশাহীতে সিরিজের শেষ ম্যাচে প্রোটিয়া যুবাদের ৩ উইকেটে হারিয়ে সিরিজ ঘরে তুলেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
এদিন টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ২১০ রানে অলআউট হয় সফরকারীরা। জবাবে ব্যাটে নেমে ৩ উইকেট ও ১৭ বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগার যুবারা। এতে ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ।
জবাবে ব্যাটে নেমে দারুণ শুরু করেন দুই টাইগার ওপেনার সিদ্দিক ও রিজওয়ান। দুজনের ব্যাট থেকে আসে ৪০ রান। রিজওয়ান ১৩ রানে আউট হলে ৩ রান করে তাকে সঙ্গ দেন রিজান হোসেন। তবে সিদ্দিককে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন আরিফুল। সিদ্দিক ৭০ বলে ৫৮ রান করে সাফঘরে ফিরলে ব্যাটিংয়ে থিতু হন আরিফুল। নিয়ন্ত্রিত ব্যাটিং করে ৬৮ রানে এই ব্যাটার আউট হলেও ততক্ষণে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বির অপরাজিত ১৫ রানে ৩ উইকেট ও ১৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগার যুবারা।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ১৮ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। তবে চতুর্থ উইকেটে টিগার ও রিচার্ড সেলেস্টওয়ানের ৫২ রানের জুটিতে এগিয়ে যায় প্রোটিয়ারা। ২৭ রানে সেলেস্টওয়ান আউট হলেও নিজের ফিফটি পূরণ করেন টিগার। ৬৩ রানে টিগার সাজঘরে ফিরলে দলকে ভরসা দেন অধিনায়ক জুয়ান জেমস। তবে ফিফটি না পাওয়ার আক্ষেপ নিয়ে ৩২ রানে আউট হন জেমস। এরপর ব্যাটিংয়ে ভরসা দিতে পারেনি আর কেউ। শেষ পর্যন্ত ২১০ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


