ভারতে ১৩২তম ডুরান্ড কাপে অংশ  নেবে সেনাবাহিনী ফুটবল দল

আগামী ৩ আগস্ট হতে ৩ সেপ্টেম্বর পর্যন্ত ডুরান্ড কাপ টুর্নামেন্ট-২০২৩ ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের বিশেষ পৃষ্ঠপোষকতায় এবারই প্রথম বাংলাদেশ সেনাবাহিনী এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। টুর্নামেন্টে বাংলাদেশ সেনাবাহিনীসহ ২৪টি ফুটবল দল অংশগ্রহণ করবে।

 আগামী ৩ আগস্ট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে বাংলাদেশ সেনাবাহিনী ফুটবল দল মোহনবাগানের মুখোমুখি হবে। ৬ ও ১০ আগস্ট গ্রুপ পর্বের অন্য দুটি ম্যাচে ইস্ট বেঙ্গল এবং রাউন্ডগ¬াস পাঞ্জাবের বিপক্ষে খেলবে বাংলাদেশ সেনাবাহিনী।    

সমগ্র এশিয়ার মধ্যে ডুরান্ড কাপ প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট, যা ১৮৮৮ সাল হতে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছে। এবারের টুর্নামেন্টটি ভারতের কলকাতা, গুয়াহাটি ও কোকরাজহার এ অনুষ্ঠিত হবে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি  

 

news