সতের বছরেই ভারতের সেরা দাবাড়ু গুকেশ!
ভারতীয় দাবার দুনিয়ায় গত কয়েক মাসে রকেটের গতিতে উত্থান হয়েছে এক তরুণ প্রতিভার। ১৭ বছরের জিএম গুকেশ। আজারবাইজানের বাকুতে আয়োজিত এফআইডিই চেজ বিশ্বকাপে তৃতীয় রাউন্ডে যোগ্যতা অর্জন করল সে। সেই সঙ্গেই ভেঙে দিল ভারতের সর্বকালের সেরা দাবাড়ু বিশ্বনাথন আনন্দের ৩৬ বছরের লাইভ রেটিং রেকর্ডিং!
গুকেশের মেন্টর বিশ্বনাথন আনন্দই। তাকেই ছাপিয়ে গিয়েছে তরুণ এই প্রতিভা। সেই সঙ্গেই ভারতের এক নম্বর দাবাড়ু তকমাও পেয়ে গিয়েছে সে। বৃহস্পতিবারের ম্যাচে আজারবাইজানের অন্যতম সেরা খেলোয়াড় মিসরাতদিন ইস্কানদ্রভকে হারিয়ে ২৭৫৫.৯ লাইভ র্যাঙ্কিং পয়েন্ট অর্জন করে গুকেশ। আনন্দের সর্বোচ্চ পয়েন্ট ছিল ২৭৫৪।
জুলাই মাসের শুরুতেই অবশ্য গুকেশ সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে ২৭৫০ পয়েন্টের মার্ক ছুঁয়ে ফেলেছিল। তখনই সুপার ইউনাইটেড র্যাপিড অ্যান্ড ব্লিৎজ টুর্নামেন্টে মেন্টর বিশ্বনাথন আনন্দকে হারিয়ে আলোড়ন তুলে দেয় গুকেশ।
এই বছরেই গুকেশ দাবা র্যাঙ্কিংয়ের প্রথম ১০০-র মধ্যে প্রবেশ করেছে। এবার তার বিশ্ব র্যাঙ্কিং হল ১১। সে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের রেকর্ডও অতিক্রম করেছে। কার্লসেন ২০১১ থেকে বিশ্বের এক নম্বর দাবাড়ু ছিলেন এতদিন। তাকেও পেরিয়ে গেছে ভারতের তরুণ গুকেশ।
এখন বাকুতে এফআইডিই বিশ্বকাপে ব্যস্ত গুকেশ। আগামী ২৫ অগস্ট পর্যন্ত চলবে এই কাপ। ২০২৪ দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য যোগ্যতা অর্জনের মঞ্চ এটিই। গুকেশ ছাড়াও আরও ১৬ জন ভারতীয় দাবাড়ু এই বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


