গ্লোবাল টি-টোয়েন্টির ফাইনালে লিটনের সারে জাগুয়ার্স

প্রথমবার কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি অংশ নিয়েই ফাইনালের স্বাদ পেতে যাচ্ছেন লিটন দাস। প্রথম কোয়ালিফায়ারে ব্যাট হাতে অবদান রাখতে না পারলেও তার দল ৩৮ রানে জিতেছে ভ্যাঙ্কুভার নাইটসের বিপক্ষে। এই জয়ে আসরের ফাইনাল নিশ্চিত করে লিটনের সারে জাগুয়ার্স।

ব্যাট হাতে এদিন বড় স্কোর করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের তারকা ব্যাটার। ভ্যাঙ্কুভার নাইটসের বিপক্ষে একটি করে ছক্কা ও চারে ১৯ বলে ১৬ রান করেন লিটন। আগের ম্যাচেও ব্যাট হাতে রাখতে পারেননি উল্লেখযোগ্য অবদান, মিসিসাগা প্যান্থার্সের বিপক্ষে করতে পারেন ১৩ বলে ১০।

সারের অধিনায়ক ইফতিখার আহমেদ ও আয়ান খান হাল ধরেন। ৪৩ রানের এই জুটি ভেঙে দেন জুনাইদ সিদ্দিক। আয়ান ২৯ রানে তার কাছে বোল্ড হন। একপ্রান্ত আগলে রেখে ইফতিখার ইনিংস সেরা ৩৬ রান করেন।  শেষ পর্যন্ত ৯ উইকেটে হারিয়ে ১৩৯ রানের লড়াকু পুঁজি পায় জাগুয়ার্স।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় ভ্যাঙ্কুভার। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ৩১ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে তারা বিরাট ধাক্কা খায়। মিডল অর্ডারে নামা ফ্যাবিয়ান অ্যালেন অবশ্য চেষ্টা করেছেন ব্যবধান কমিয়ে আনার। কিন্তু তার ২০ বলে ২৭ রানের ইনিংসটি দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ভ্যাঙ্কুভারকে ১০১ রানে অলআউট করেছে সারে। বোলারদের মাঝে এদিন সবচেয়ে সফল ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ম্যাথু ফোর্ড। ১৬ রানের বিনিময়ে একাই শিকার করেছেন ৪ উইকেট।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  

এনবিএস/ওডে/সি

news