ক্রিকেট, অ্যাথলেটিকস ও সাঁতারের উপর অনার্স করার সুযোগ দিচ্ছে বিকেএসপি
সম্প্রতি সময়ে খেলাধুলাই বিশ্বের কাছে পরিচিত হয়েছে উঠেছে বাংলাদেশ। ক্রিকেটে সাকিব-তামিম, ফুটবলে জামাল-জিকোদের পাশাপাশি অন্য ইভেন্ট গুলোতেও দেশের নামক বাইরে ছড়িয়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। আর তাদের তৈরি করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। খেলোয়াড় তৈরি ছাড়াও এবার খেলা ভক্ত ছাত্রদের জন্য অন্যরকম উদ্দ্যেগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রথমবারের মতো দেশের জনপ্রিয় তিনটি খেলার ওপর অনার্স পড়ার সুযোগ দিচ্ছে বিকেএসপি। ক্রিকেট, অ্যাথলেটিকস ও সাঁতার বিষয়ে চার বছর মেয়াদি স্নাতকের নাম ব্যাচেলর অব স্পোর্টস স্টাডিজ।
২০২২-২৩ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি ব্যাচেলর অব স্পোর্টস স্টাডিজ কার্যক্রমে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ছাত্র–ছাত্রী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিকেএসপি।
বাংলাদেশের যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যেকোনো শাখা থেকে ২০২১ ও ২০২২ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) এবং ২০১৯ ও ২০২০ সালের এসএসসি বা সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) পৃথকভাবে ন্যূনতম জিপিএ-৩ সহ উভয় পরীক্ষায় সম্মিলিতভাবে কমপক্ষে জিপিএ-৬.৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


