আবারো স্বর্ণের দোকানের অফিস উদ্বোধনে দুবাই যাচ্ছেন সাকিব
চলমান লঙ্কান প্রিমিয়ার লিগে গল টাইটান্সের হয়ে মাঠ কাঁপাচ্ছেন টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। মাঠের খেলায় যে নিজেকে উজাড় করে দেন, তাতে কোনো সন্দেহ নেয়। তবে মাঠের ভেতরে-বাইরে বিতর্কিত ঘটনা থেকে শুরু করে বিজ্ঞাপনের রঙচঙে জগতেও পদচারণায় ক্লান্তি নেই বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়ের। এবার একটি স্বর্ণের দোকানের অফিস উদ্বোধনে দুবাইতে যাচ্ছেন এই ৩৬ বছর বয়সী ক্রিকেটার।
আগামী ২০ আগস্ট দুবাইয়ের ডেরা গোল্ড সুকের সেরিনা প্লাজাতে এনআরআই জুয়েলার্স নামের এক স্বর্ণের দোকানের অফিস উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে সাকিবের। সম্প্রতি এনআরআই জুয়েলার্স তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। ওই ভিডিও বার্তায় এই আয়োজনে অংশ নেওয়ার কথা জানান সাকিব।
ভিডিও বার্তায় সাকিব বলেন, বিশ্বখ্যাত গোল্ডমার্কেট দুবাইয়ে আমি সাকিব আল হাসান আসছি ২০শে আগস্ট। এনআরআই জুয়েলার্সের হোলসেল অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে। অফিস নং-৩১১, সেরিনা প্লাজা, বিল্ডিং-৩, ডেরা ইনরিচ প্রজেক্ট, ডেরা গোল্ড সুক মেট্রো স্টোশনের পাশে।
এনআরআই জুয়েলারিতে পাবেন হোলসেল প্রাইজে টিটি বার, কিলোবার, আউন্স ও বিপুল পরিমাণ জুয়েলারির সমাহার। বিশেষ আকর্ষণ থাকছে বাই করলে সেটা সেলও করতে পারবেন এনআরআই জুয়েলারিতে। আপনি আসছেনতো? দেখা হচ্ছে ২০ আগস্ট সন্ধ্যায় এনআরআই জুয়েলরির অফিস উদ্বোধন অনুষ্ঠানে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


