বিশ্বকাপে তারুণ কাউকে অধিনায়কত্ব দিয়ে চাপে ফেলতে চাই না: পাপন

লন্ডন থেকে দেশের ফিরেই এশিয়া কাপ না খেলা ও অধিনায়কত্ব থেকে নিজের নাম সরিয়ে নেন তামিম ইকবাল। এরপরই আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য টাইগারদের নতুন ওয়ানডে অধিনায়ক খুজতে শুরু করেছে বিসিবি। তবে সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষকদের একমাত্র পছন্দ টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। তবে বিসিবি চায় দীর্ঘ মেয়াদে, অন্তত দুই বছরের জন্য কাউকে অধিনায়ক করতে।

তবে ৩৬ বছর বয়সী সাকিব কত দিন খেলবেন, সেটাও একটা প্রশ্ন। তাই পরবর্তী পছন্দ হিসেবে আসছে লিটন দাস, এমনকি মেহেদী মিরাজের নাম। তবে এত তরুণ কাউকে বিশ্বকাপে অধিনায়ক করে চাপে ফেলতে নারাজ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

টাইগারদের ওয়ানডে অধিনায়কের বিষয়ে শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে পাপন বলেন, আপনি যদি লিটনের কথা চিন্তা করেন, তাহলে এটাও খুব সহজ। কিন্তু দ্বিপক্ষীয় সিরিজ এক জিনিস, বিশ্বকাপ এক জিনিস। ওইটা আবার ওর ব্যাটিংয়ে না প্রভাব ফেলে দেয় বিশ্বকাপের মতো জায়গায়। এত বড় দায়িত্ব। আমরা সব দিক বিবেচনা করেই সিদ্ধান্তটা নিতে চাই। তাড়াহুড়া করে নিতে চাই না। সবার সঙ্গে কথা বলেই নেব। যেটা ভালো মনে হয় সেটাই করার চেষ্টা করা হবে।

তিনি আরো বলেন, এখানে দু'টি সমস্যা, একটা লম্বা সময়ের জন্য চিন্তা করতে গেলে এক রকম। আবার আরেকটা সমস্যা হচ্ছে বিশ্বকাপ। বিশ্বকাপের চাপটাও কিন্তু কম না। এটা এত সহজ না। আমি একজন নতুন কাউকে বানিয়ে দেব, সে এই চাপটা নিতে পারবে কি না, এটা এক নম্বর। আবার যদি লম্বা সময়ের জন্য চিন্তা করেন, তাহলে আমি এখন একজনকে বানালাম, দেখা যাবে এক বছর পর সে থাকবে না। তো লম্বা সময়ের জন্য হবে কিভাবে। এই জিনিসগুলো নিয়েই আলাপ করতে হবে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  

এনবিএস/ওডে/সি

news