শ্রীলঙ্কায় হিন্দি গান গেয়ে ভাইরাল সাকিব
বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। এ তারকার প্রতিভা শুধু ক্রীড়াঙ্গনে আছে এমনটি ভাবলে ভুল হবে। তিনি একাধারে একজন মডেল ও ব্যবসায়ী। বর্তমানে তিনি লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে শ্রীলঙ্কায় আছেন সাকিব। সেই এক সাক্ষাৎকারে হিন্দি গান গেয়ে আরেক প্রতিভা জানান দিয়েছেন এ ক্রিকেটার।
রোববার লংকা প্রিমিয়ার লিগের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে সাকিবকে হিন্দি গান গাইতে শোনা গেছে। এ সময় সাকিবের সঙ্গে দেখা যায় উপস্থাপকের ভূমিকায় থাকা জনপ্রিয় শ্রীলংকান গায়িকা ইয়োহানি ডি সিলভাকে। এ সময় সাকিব এলপিএলে নিজের অভিজ্ঞতার কথা জানান।
লংকা প্রিমিয়ার লিগে নিজের অভিজ্ঞতার প্রসঙ্গে সাকিব বলেন, আমার যতটুকু মনে আছে অনূর্ধ্ব-১৯ এ খেলার সময় আমি প্রথম শ্রীলংকায় এসেছিলাম। এরপর প্রতি ১-২ বছর পরই বাংলাদেশ দলের হয়ে আরও কয়েকবার এসেছি। তবে লংকা প্রিমিয়ার লিগ খেলতে এই প্রথমবার আসা। আমি খুবই রোমাঞ্চিত এই টুর্নামেন্ট নিয়ে। আমাদের দলও ভালো অবস্থানে রয়েছে। আমরা ভালো করছি, আশা করি এই ধারাবাহিকতা ধরে রাখতে পারব।
ইন্টারভিউয়ের একেবারে শেষ পর্যায়ে সাকিবকে হিন্দি গানের চ্যালেঞ্জ ছুড়ে দেন ইয়োহানি। সেখানেও বাজিমাত সাকিবের। শুরুতে কিছুটা সমস্যা হলেও, সাকিব যে ভীষণ মেধাবী তারই প্রমাণ রাখলেন পুরো চ্যালেঞ্জ জুড়ে। আজকাল তেরে মেরে পেয়ার কে চর্চে হে যুবান পার, সাবকো মালুম হে, অর সাবকো খবর হো গায়ি জনপ্রিয় এই হিন্দি গানটির কিছু অংশ গেয়ে উপস্থাপকের বাহবা পান বিশ্বসেরা অলরাউন্ডার।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


