রেকর্ড বেতনে গাভারদিওলকে দলে ভিড়ালো ম্যানচেস্টার সিটি

 পেপ গার্দিওলা দায়িত্ব নেওয়ার এক বছর পরই রীতিমতো বিপ্লব করে জনপ্রিয় ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। ২০১৮ সালে শুধু রক্ষণের খেলোয়াড়ই কিনেছিলেন ২২৫ মিলিয়ন পাউন্ডে, যা ৫২টা দেশের প্রতিরক্ষা খাতের ব্যয়ের চেয়ে বেশি। ডিফেন্ডার নিয়ে সেই গার্দিওলার নতুন রেকর্ড গড়া বিস্ময়ের কিছু নয়। রোববার লিপজিগের ক্রোয়াট ডিফেন্ডার ইয়োশকো গাভারদিওলকে পাঁচ বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে ম্যানসিটি। এ জন্য তাদের গুনতে হয়েছে ৯ কোটি ইউরো বা ৯০ মিলিয়ন ইউরো।

দলবদলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দামি ডিফেন্ডার এখন ২১ বছরের গাভারদিওল। ২০১৯ সালে লিস্টার সিটি থেকে হ্যারি ম্যাগুয়ারকে কিনতে ম্যানচেস্টার ইউনাইটেড খরচ করেছিল ৯৩ মিলিয়ন ইউরো।

দলবদলের জনপ্রিয় ওয়েবসাইটগুলোর হিসাবেই শীর্ষে ম্যাগুয়ার, দুইয়ে গাভারদিওল। তবে ট্রান্সফার মার্কেট এর হিসাবে সবচেয়ে দামি ডিফেন্ডার আবার গাভারদিওলই। তাদের হিসাবে তার দাম ৯০ মিলিয়ন ইউরো আর ম্যাগুয়ারের ৮৭ মিলিয়ন ইউরো। দাম যা-ই হোক, ২১ বছরে এই তরুণ যে ম্যানসিটির রক্ষণ আরো শক্তিশালী করবেন তাতে সন্দেহ নেই কারো। তিনি নিজেও খুশি ট্রেবলজয়ী এই ক্লাবে নাম লেখাতে পেরে।

খুশির আরেক কারণ, সময়ের অন্যতম সেরা তারকা আর্লিং হালান্ডের বিপক্ষে খেলতে না হওয়া, গত মার্চে চ্যাম্পিয়নস লিগে আমাদের লিপজিগের বিপক্ষে একাই পাঁচ গোল করেছিল হালান্ড। ওকে সতীর্থ হিসেবে পাওয়াটা দারুণ স্বস্তির। ট্রেবল জয়ের পরই ম্যানসিটির মতো ক্লাবে আসতে পারাটা আমার জন্য সম্মানের।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  

এনবিএস/ওডে/সি

news