ফেসবুকে পোস্ট দিয়ে ক্রিকেট থেকে বিদায়ের ইঙ্গিত দিলেন রুমানা

গত মাসে ভারতের বিপক্ষে ওয়ানডেতে সিরিজ ড্র করে সুনাম কুড়িয়েছে বাংলাদেশ নারী ক্রিকেটাররা। তবে সেই দলে ছিলেন না টাইগ্রেসদের অভিজ্ঞ ক্রিকেটার রুমানা আহমেদ। গতকাল (শনিবার) হাঠাৎ নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে  নো মোর ক্রিকেট লিখে একটি পোস্ট দিয়ে আবসরের ইঙ্গিত দিয়েছেন এই লেগ স্পিনার।

এরপর তার সেঙ্গে যোগাযোগ করা হলে বিস্তারিত কিছু বলতে রাজি হননি। শুধু বলেছেন, দ্রুতই সব জানবেন। আনুষ্ঠানিকভাবে সব জানাবো।

বাংলাদেশ নারী দলের হয়ে সবশেষ খেলেছেন এ বছরের ফেব্রুয়ারিতে, টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে। ওই আসরেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একাদশ থেকে জায়গা হারান তিনি। বিশ্বকাপের পর বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের দল থেকে বাদ পড়েন রুমানা।

তখন নারী দলের নির্বাচক মঞ্জুরুল ইসলাম জানিয়েছিলেন, রুমানাকে বাদ দেওয়া হয়নি, বিশ্রাম দেওয়া হয়েছে। কিন্তু রুমানা সেটিকে বাদ হিসেবেই ধরে নিয়েছিলেন। গত মাসে ঘরের মাঠে ভারত নারী দলের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ সিরিজেও তিনি ছিলেন না। টিম ম্যানেজমেন্টের সূত্র জানায়, ফিটনেস ও ফিল্ডিংয়ের কারণে রুমানাকে বাদ দেওয়া হয়েছে।

গত বছর ৮ ওয়ানডে খেলে রুমানা মাত্র ৫টি উইকেট পেয়েছেন, রান করেছেন সব মিলিয়ে ৭০। টি-টোয়েন্টিতে রুমানার সবশেষ ফিফটি ২০১৯ সালে, এর পরের ২০ ইনিংসে পঞ্চাশের ঘরে যেতে পারেননি রুমানা। এই সংস্করণে বোলিংয়ে অবশ্য খারাপ করছিলেন না তিনি, লেগ স্পিনে সর্বশেষ ১৫ ইনিংসে ১৫ উইকেট নিয়েছেন রুমানা।

২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা রুমানা বাংলাদেশ নারী দলের হয়ে ৫০ ওয়ানডে ও ৮৪ টি-টোয়েন্টি খেলেছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  

এনবিএস/ওডে/সি

news