বিশ্বকাপের জন্য ১৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করলো অস্ট্রেলিয়া

 অ্যাশেজ সিরিজ শেষ করে ছুটিতে আছেন স্মিথ-ওয়ার্নাররা। এর মধ্যে আগামী মাসে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজে ও বিশ্বকাপের ঠিক আগে ভারতে ওয়ানডে সিরিজের জন্য সোমবার (৭ আগস্ট) পাট কামিন্সকে  অধিনায়ক করে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের প্রাথমিক দলও এটিই। এখান থেকেই কমিয়ে পরে ঘোষণা করা হবে বিশ্বকাপের ১৫ সদস্যের চূড়ান্ত দল। তবে এই দলে জায়গা পাননি মার্নাস লাবুশেন

দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজের ঠিক আগে টি-টোয়েন্টি সিরিজে অবশ্য নেই কামিন্স। ওই টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, ক্যামেরন গ্রিন ও অ্যাশটন অ্যাগারকেও। এই সিরিজে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। টি- টোয়েন্টিতে বিশ্রাম পাওয়া সবাই খেলবেন ওয়ানডে সিরিজে।

বিশ্বকাপের প্রাথমিক দলে সবচেয়ে বড় চমক বলা যায় লাবুশেনের বাদ পড়া। ২০২০ সালের জানুয়ারিতে অভিষেক থেকে এখনও পর্যন্ত ৩০ ওয়ানডেতে খেলেছেন তিনি। তবে ওয়ানডে ক্যারিয়ারের শুরুটা দারুণ করলেও তা ধরে রাখতে পারেননি। প্রথম ৬ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ২টি ফিফটি ছিল তার। কিন্তু সবশেষ ১৪ ইনিংসে তার ব্যাটিং গড় মোটে ২২.৩০, স্ট্রাইক রেট স্রেফ ৬৯.৮৭। এই বাজে ফর্মের খেসারত দিতে হলো তাকে।

হার্ডি ও স্যাঙ্ঘা আলোচনায় এসেছেন মূলত টি-টোয়েন্টি ক্রিকেটের পারফরম্যান্সে। প্রথম শ্রেণির ক্রিকেটেও হার্ডির শুরুটা হয়েছে দারুণ। স্যাঙ্ঘা লিস্ট এ’ ম্যাচ খেলেছেন মাত্র ৫টি। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে ২৮ ম্যাচ খেলে ২১ বছর বয়সী এই লেগ স্পিনারের উইকেট ৩৭টি। তাই এবার ডাক পেলেন ওয়ানডেতে।

অস্ট্রেলিয়ার ওয়ানডে দল: প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স কেয়ারি, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, তানভির স্যাঙ্ঘা, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জ্যাম্পা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  

এনবিএস/ওডে/সি

 

news