আইসিসির মাসসেরা ক্রিকেটারের তালিকায় ক্রলি এবং ওকস

জুলাই মাসের আইসিসির সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছেন দুই ইংলিশ ক্রিকেটার জ্যাক ক্রলি এবং ক্রিস ওকস। এছাড়া মনোনয়ন পাওয়া তৃতীয়জন হলেন নেদারল্যান্ডের ক্রিকেটার বাস ডি লিড।

অ্যাশেজে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহ করে মাসসেরা হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ক্রলি। ওল্ড ট্রাফোর্ডে ১৮২ বলে খেলেছিলেন ১৮৯ রানের ইনিংস। জুলাই মাসে ৫৮.৮৫ গড়ে ৪১২ রান করেছেন ক্রলি।

অন্যদিকে অ্যাশেজের প্রথম দুই ম্যাচে সুযোগ না হলেও ক্রিস ওকস উজ্জল ছিলেন বাকি তিন ম্যাচে। মাত্র তিন ম্যাচ খেলেই সিরিজসেরাও হয়েছেন ইংলিশ পেসার। সূত্র: ক্রিকইনফো

আইসিসির তালিকায় জায়গা পেয়েছেন ডাচ অলরাউন্ডার ডি লিডও। অনেকটা একাই নেদারল্যান্ডসকে বিশ্বকাপের মূল পর্বে টেনে তুলেছেন বাস ডি লিড। একই ম্যাচে সেঞ্চুরি ও ৫ উইকেটের রেকর্ড গড়েন তিনি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  

এনবিএস/ওডে/সি

news