মিরপুরে বিশ্বকাপ ট্রফির সঙ্গে ফটোসেশন করলো টাইগাররা
আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে মঙ্গলবার থেকে শুরু হয়েছে টাইগারদের স্কিল ক্যাম্প। এছাড়াও মিরপুরে এদিন খেলোয়াড়দের জন্য উন্মুক্ত রাখা হয়েছিলো ওয়ানডে বিশ্বকাপের সোনালী ট্রফিটি। অনুশীলন করার আগে ট্রফি নিয়ে ফটোসেশন সম্পন্ন করেন তাসকিন-মিরাজরা। এসময় ড্রেসিংরুম থেকে ট্রফি নিয়ে হাসি মুখে মাঠে প্রবেশ করেন মুশফিকুর রহিম।
এসময় সবাই গ্রুপ ফটোশেসনের পর একে একে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েন ক্রিকেটাররা। এরপর নিজেদের ফিটনেস নিয়ে কাজ শুরু করেন তাসকিন-ইবাদতরা।
জাতীয় দলের ক্রিকেটারদের ছবি তোলা শেষ হলে ট্রফিটি আনা হয় মিডিযা বিভাগের সামনে। সেখানে গণমাধ্যমকর্মীদের ছবি তোলার সুযোগ দেয় আইসিসির প্রতিনিধি দল। সেখানে বিকেএসপির খেলোয়াড়দের গ্রুপ ফটোসেশনের পর একে একে বিশ্বকাপ ট্রফিটার সঙ্গে নিজেদের ফ্রেমে বন্দী করেন ক্রীড়া সাংবাদিকরা।
সাংবাদিকদের ভিড় কমলে বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা আসেন ট্রফি সঙ্গে নিজেদের ছবি তুলতে। রিতু-নিগারদের পর বিসিবি কর্মকর্তরাও সুযোগটা কাজে লাগিয়ে বিশ্বকাপ ট্রফিটাকে কাছে থেকে দেখেছে। এরপর ট্রফি নিয়ে যাওয়া হয়েছে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে। বুধবার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে জনসাধরণের জন্য উন্মুক্ত করা হবে ট্রফি। কোনো টিকিট ছাড়াই ছবি তুলতে পারবেন দর্শকরা।
এর আগে সোমবার ফটোসেশনের জন্য ৩৩ কোটি টাকা দিয়ে বানানো ট্রফি নিয়ে যাওয়া হয় পদ্মসেতুতে। যেকোনো দেশে ভ্রমণে গেলেই একটি আইকনিক স্থাপনার সামনে ছবি তোলা হয়। এবার বাংলাদেশে ছবি তোলা হয় স্বপ্নের পদ্মাসেতুতে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


