মিরপুরে বিশ্বকাপ ট্রফিতে চুমু দিলেন শামীম

 অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পর ট্রফিতে চুমু দিয়ে আলোচনায় এসেছিলেন শামীম হোসেন পাটুয়ারী। আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগে আবারো একই কাজ করে ফাইরাল হলেন এই বাম হাতি ব্যাটার। মঙ্গলবার মিরপুরে বিশ্বকাপ ট্রফিটা সামনে নিজের আবেগ ধরে রাখতে পারেননি তিনি।

এরপর দুই বিশ্বকাপের ছবি একত্র করে ফেসবুকে তা পোস্টও করেছেন তিনি। ক্যাপশনে লিখলেন, এমন কাজ হাজার বা তারচেয়ে বেশিবার করতে ভালোবাসি। খুব দ্রুতই আবার হবে, ইনশাআল্লাহ। এমন বার্তা দিয়ে শামীম যে আরও একবার বিশ্বকাপ জেতার প্রত্যাশা করেছেন তা অনায়াসেই বলা চলে।

শামীমের সামনে এমন সুযোগ এসেছে আইসিসির আয়োজনে করা বিশ্বকাপ ট্রফি ট্যুরের সূত্র ধরে। ১০০ দিনের এই ভ্রমণের সূচি অনুযায়ী আজ বাংলাদেশের হোম অভ ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অবস্থান করছে মূল বিশ্বকাপ ট্রফি। সেখানে ছবি তোলার সুযোগ পেয়েছেন জাতীয় পুরুষ এবং নারী ক্রিকেট দলের সদস্যরা। সেইসঙ্গে বিকেএসপির তরুণ একঝাক ক্রিকেটারও ফ্রেমবন্দি হয়েছেন বিশ্বকাপের সাথে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  

এনবিএস/ওডে/সি

news