আইসিসির জুলাই মাসের সেরা ক্রিকেটার ক্রিস ওকস
ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজের প্রথম দুই ম্যাচে দলে ছিলেন না একাদশে জায়গা পেয়েছিলেন না ক্রিস ওকস। দুই ম্যাচ হেরে পিছিয়ে পড়া ইংল্যান্ড পরের তিন ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ ড্র করে। দলের এমন সাফল্যের পিছনে বল হাতে বড় অবদান রেখেছিলেন ওকস। তার নৈপুণ্যে আইসিসির জুলাই মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।
মঙ্গলবার এক বিবৃতিতে জুলাই মাসের সেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করে আইসিসি। এই পুরস্কারের জন্য এবার মনোনীত হয়েছিলেন আরেক ইংলিশ ক্রিকেটার জ্যাক ক্রলি ও নেদারল্যান্ডসের বাস ডি লিড। শেষ পর্যন্ত ক্রলি ও ডি লিডকে পেছনে ফেলে ৩৪ বছর বয়সী ওকসই সেরা হয়েছেন।
অন্যদিকে মেয়েদের বিভাগে সেরা হয়েছেন অ্যাশলে গার্ডনার। অস্ট্রেলিয়ার তারকা এই অলরাউন্ডার টানা দুই মাসে সেরা হলেন। প্রথম ক্রিকেটার হিসেবে এই কীর্তি তার।
অ্যাশেজের প্রথম দুই টেস্টে সুযোগ না হলেও সিরিজসেরা হন ওকস। তিন টেস্টে ১৯ উইকেটের সঙ্গে ব্যাট হাতেও কার্যকরী ইনিংস উপহার দেন। হেডিংলিতে সিরিজ বাঁচানোর ম্যাচে তার ৩২ রানের অপরাজিত ইনিংসের ছিল বড় অবদান। ওভালে শেষ টেস্টে তো ম্যাচসেরাও হন তিনি।
ভালো পারফরম্যান্সের জন্য আইসিসির স্বীকৃতি পেয়ে খুশি ওকস। তিনি বলেন, মাস সেরা হয়ে ভালো লাগছে। অ্যাশেজে আমরা যা করেছি, সবই ছিল দলীয় প্রচেষ্টার ফল। প্রত্যেকে নিজেদের কাজ ঠিকঠাক না করলে কোনো ব্যক্তিগত স্বীকৃতিই সম্ভব না। তবে পুরস্কার সব সময়ই ভালো লাগার, বিশেষ করে সেটি যখন সমর্থকের ভোটে পাওয়া হয়। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


