স্টেগেনের সঙ্গে চুক্তি নবায়নের পথে বার্সা, কমতে পারে বেতন
গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেনের সঙ্গে চুক্তি নবায়নের পথে রয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। ক্লাবের ঘনিষ্ঠ এক সূত্র জানায়, ২০২৮ সাল পর্যন্ত অভিজ্ঞ এই গোলরক্ষকের সঙ্গে চুক্তি বৃদ্ধি করতে যাচ্ছে কাতালান জায়ান্টরা। স্টেগেনের সঙ্গে বার্সেলোনার বর্তমান চুক্তির মেয়াদ আরও দুই বছর রয়েছে। ধারণা করা হচ্ছে, নতুন চুক্তিতে তার বেতন কিছুটা কমতে পারে।
লা লিগার ট্রান্সফার আইন অনুযায়ী, বার্সেলোনা তাদের নতুন আসা সব ফুটবলারদের সঙ্গে এখনো রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে পারেনি। একইসঙ্গে ক্লাবের থেকে কিছু খেলোয়াড়কে ছাঁটাইও করতে হচ্ছে। এখন পর্যন্ত মার্কোস আলনসো, ইনাকি পেনা ও ইনিগো মার্টিনেজের সঙ্গে রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়নি কাতালানদের।
৩১ বছর বয়সী স্টেগেন ২০২০ সালে যখন নতুন চুক্তিতে স্বাক্ষর করেছিল তখন তার চুক্তি নিয়েও একই সমস্যা দেখা দিয়েছিল। করোনা মহামারীর সময় বার্সেলোনার আর্থিক ক্ষতির বিষয়টি তখন সামনে চলে এসেছিল।
বার্সেলোনার হয়ে স্টেগেন খেলেছেন ৩৭৮টি ম্যাচ। যেখানে পাঁচটি লা লিগা, পাঁচটি কোপা ডেল রে ও একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন তিনি।
নতুন চুক্তির সবকিছু সম্পন্ন হলে বার্সেলোনার হয়ে স্টেগেনের ১৪ বছর খেলার সুযোগ হবে। এর মাধ্যমে গোলরক্ষক হিসেবে সাবেক ভিক্টর ভালদেসের রেকর্ড ম্যাচ সংখ্যার কাছাকাছি হয়তো তিনি পৌঁছাতে পারবেন। বার্সেলোনার জার্সি গায়ে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় গোলরক্ষক হিসেবে স্টেগেন চতুর্থ স্থানে রয়েছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


