টেনিসকে বিদায় জানাচ্ছেন ইসনার
আসছে ইউএস ওপেন দিয়ে পেশাদার টেনিসকে বিদায় জানাবেন যুক্তরাষ্ট্রের জন ইসনার। টেনিসের আঙিনায় পথচলা আর লম্বা করতে চান না এই তারকা। বৃহস্পতিবার পেশাদার টেনিস থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন সবচেয়ে বেশি এইস’ মারার রেকর্ডধারী ৩৮ বছর বয়সী এই টেনিস তারকা।
তিনি বলেন, এটিপি ট্যুরে ১৭ বছরের পথচলার পর পেশাদার টেনিসকে বিদায় জানানোর সময় এসেছে। এই পালাবাদল সহজ হবে না, কিন্তু আমি আমার অসাধারণ পরিবারের সঙ্গে প্রতিটি সেকেন্ডের জন্য অপেক্ষা করছি। ইউএস ওপেন হবে আমার শেষ ইভেন্ট।
১৪ হাজার ৪১১টি এইস’ মারার রেকর্ড ইসনারের। গত বছরের জুলাইয়ে ক্রোয়েশিয়ার ইভো কারলোভিচের ১৩ হাজার ৭২৮ এইস’ ছাড়িয়ে নতুন চূড়ায় ওঠেন তিনি।
টেনিস ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম ম্যাচের রেকর্ডেও জড়িয়ে আছে ইসনারের নাম। ২০১০ সালে উইম্বলডনের প্রথম রাউন্ডে ১১ ঘন্টা ৫ মিনিটের লড়াইয়ে তিনি ৬-৪, ৩-৬, ৬-৭, ৭-৬, ৭০-৬৮ গেমে হারান ফ্রান্সের নিকোলাস মারহুতকে।
তিন দিনে হওয়া ওই ম্যাচে রেকর্ড ১১৩টি এইস’ মেরেছিলেন ইসনার। ১৩৮ গেমে শেষ হয়েছিল পঞ্চম সেট। সূত্র: স্কাইস্পোর্টস
গ্র্যান্ড স্ল্যামে ইসনারের সেরা সাফল্যও উইম্বলডনে, ২০১৮ সালের আসরে সেমি-ফাইনালে উঠে দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনের কাছে হারেন তিনি।
প্রায় দেড় যুগের লম্বা ক্যারিয়ারে এককে ১৬টি শিরোপা জিতেছেন ইসনার। ২০১৮ সালে র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অষ্টম স্থানে উঠেছিলেন তিনি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


