আমি আর খেলবো না: ফেসবুক পোস্টে সাকিব

এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে মিরপুরে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। সাকিব আল হাসানের নেতৃত্বে বড় এ দুই টুর্নামেন্টকে নিয়ে যখন গোটা দেশ স্বপ্ন বুনছে, তখন হঠাৎ ফেসবুকে এক পোস্ট করে ভক্তদের মনে সংশয়ের সৃষ্টি করেছেন টাইগার অধিনায়ক।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সাকিব লেখেন, ‘আমি আর খেলবো না। খেলবে কে জানাচ্ছি...’।

রাত সাড়ে ১১টায় তার লেখা এ পোস্টটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। পোস্টটি মজার ছলে করা নাকি কোনো বিজ্ঞাপনের অংশ, তেমন কোনো ইঙ্গিত ছিল না। তবে সাকিবের এ ‘না খেলার’ সঙ্গে যে ক্রিকেট মাঠের কোনো সম্পর্ক নেই, সেটা ভক্তদের বুঝতে কোনো সমস্যা হয়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৮ মিনিটে পোস্টটিতে করা প্রায় ৬০ হাজার মন্তব্যে সেটা স্পষ্ট।
  
তার ওপর গত মঙ্গলবার (২২ আগস্ট) বরিশালে এক জন সচেতনতামূলক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাকিব নিজেই জানিয়েছেন, আপাতত এশিয়া কাপ ও বিশ্বকাপ নিয়েই ভাবছেন তিনি। বাকি কোনো চিন্তা তার মাথায় নেই। দুই আসরকে সামনে রেখে ইতোমধ্যে তিনি মিরপুরে দলের প্রস্তুতি ক্যাম্পেও যোগ দিয়েছেন। কানাডা ও শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ব্যস্ত থাকায় দলীয় ক্যাম্পে শুরু থেকে যোগ দিতে পারেননি টাইগারদের তিন ফরম্যাটের অধিনায়ক।
 
ধারণা করা হচ্ছে, সাকিবের এ পোস্টটি কোনো একটি প্রতিষ্ঠানেরই বিজ্ঞাপনের অংশ। যদিও সেখানে কোনো প্রতিষ্ঠানের নাম, ছবি; কোনো কিছুই ব্যবহার করা হয়নি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news