ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত নিজের জন্মদিনেই বাবা হলেন
জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত এশিয়া কাপে খেলতে যাওয়ার আগেই দারুণ একটি সুসংবাদ পেলেন। তিনি ছেলে সন্তানের বাবা হয়েছেন। ২৫ আগস্ট শান্তরও জন্মদিন। নিজের ২৫তম জন্মদিনে বাবা হলেন।
নিজেদের প্রথম সন্তান জন্ম নেওয়ার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে জানান শান্ত নিজেই। ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন, আজকে (২৫ আগস্ট) সকালে আমি ছেলেসন্তানের বাবা হয়েছি, আলহামদুলিল্লাহ। মা এবং সন্তান দুজনেই ভালো আছে। আমার পরিবারকে আপনাদের দোয়ায় রাখবেন।
২০২০ সালের জুনে সাবরিন সুলতানাকে বিয়ে করেন নাজমুল হোসেন শান্ত। দুজনের বাড়িই রাজশাহীতে। বাবা হতে যাওয়ার খবরটা অবশ্য ১৬ আগস্টই জানিয়েছিলেন নাজমুল। স্ত্রীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে তাদের সংসারে নতুন অতিথি আসার কথা জানিয়েছিলেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


