ইংল্যান্ডে এবাদতের অপারেশন, বিশ্বকাপ শঙ্কায়
এশিয়া কাপের নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে এই আসরে দলে নেই তিন তারকা ক্রিকেটার। তামিম ইকবাল, লিটন ও পেসার এবাদত হোসেন। তামিম-লিটন বিশ^কাপে ফিরতে পারলেও এবাদত হোসেনের বিশ্বকাপ খেলা শঙ্কায়। পায়ে ইনজুরি গুরুত্বর হওয়ায় এবাদতকে যেতে হচ্ছে ছুরি-কাচির নিচে। ইংল্যান্ডের ক্রমওয়েল হাসপাতালে তার অস্ত্রোপাচার হবে বুধবার।
অস্ত্রোপচার থেকে বেশ লম্বা সময় দরকার। তাতে এবাদতের বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার কথা। এ নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, অপারেশন হয়ে গেলে তো কিছু করার নেই। জানেনই তো এতে সেরে উঠতে কিছুটা সময়ের দরকার।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্রোপাচারের জন্য পোশাক পরা একটি ছবি দিয়ে এবাদত লিখেছেন, আমার জীবনে প্রথমবারের মতো অপারেশন থিয়েটারে...। দয়া করে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ ভরসা।
আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলার সময় চোটে পড়েন এবাদত। এরপর দেশে চেষ্টা করেও সফল হয়ে উঠতে পারেননি তিনি। গত কয়েক বছরে দেশের পেস বোলিং বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিলেন এবাদত। তার চোট দলের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। সেটি আরও বাড়তে পারে বিশ্বকাপে এবাদতকে না পাওয়া গেলে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


