নেপালকে ৩৪৩ রানে লক্ষ্য দিলো পাকিস্তান
নেপাল-পাকিস্তানের ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে এশিয়া কাপের ১৬তম আসর। এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক পাকিস্তান। ব্যাটিংয়ে নেমে বাবর-ইফতেখারের জোড়া সেঞ্চুরিতে ভর করে নেপালকে ৩৪৩ রানের পাহাড় সমান লক্ষ্য দেয় পাকিস্তান।
প্রথমে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি দুই পাক ওপেনার ফখর জামান ও ইমাম-উল-হক। ফখর (১৪) ও ইমাম (৫) রান করে আউট হলে বাবরকে সঙ্গ দেন রিজওয়ান। তবে ফিফটি না পাওয়ার আক্ষেপ নিয়ে ৫০ বলে ৪৪ রান করে সাঁজঘরে ফেরেন রিজওয়ান। তবে ইফতেখার আহমেদকে সঙ্গে করে দলকে এগিয়ে নেন বাবর। সেই সঙ্গে ক্যারিয়ারের ১৯তম সেঞ্চুরির দেখা পান এই ডানহাতি ব্যাটার।
অন্যদিকে, বাবরের মতো দ্রুত রান তুলতে থাকেন ইফতেখার। এতে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান এই ডানহাতি ব্যাটার। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় পাকিস্তান। ১৫১ রান করে বাবর আউট হলেও ইফতেখারের অপরাজিত ৭১ বলে ১০৯ রানের মারকুটে ইনিংসে ভর করে ৩৪২ রানের বড় পুঁজি পায় পাকিস্তান।
নেপালেন হয়ে সর্বোচ্চ দুই উইকেট শিকার করেন সমপাল কামি। এছাড়াও একটি উইকেট নেন কারান।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


