শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
এশিয়া কাপের ১৬তম আসরের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও স্বাগতিক শ্রীলঙ্কা। এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
এই ম্যাচে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তিন পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।
অন্যদিকে ৬ ব্যাটার, দুই অলরাউন্ডার ও তিন বোলার নিয়ে একাদশ সাজিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা।
বাংলাদেশের একাদশ: নাঈম শেখ, তানজিদ তামিম, নাজমুল শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম,
শ্রীলঙ্কার একাদশ: দিমুথ করুনারত্নে, পাথুন নিশাঙ্কা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথা আশালঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাশুন শানাকা (অধিনায়ক), দুশন হেমান্ত, মহেশ থিকসানা, বিনোরা ফার্নান্দো, কাসুন রাজিথা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


