আমরা ভারতের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত: বাবর আজম

এশিয়া কাপের উদ্ভোধনী ম্যাচে ঘরের মাঠে দুর্বল নেপালকে রীতিমতো উড়িয়ে দিয়েছে স্বাগতিক পাকিস্তান। এতে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে মানসিকভাবে বেশ ফুরফুরে রয়েছেন বাবর-রিজওয়ানরা। আগামী শনিবার ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাত্তিক স্টেডিয়ামে এশিয়া কাপের ব্লকবাস্টার ম্যাচে মাঠে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।

নেপালের বিপক্ষে ২৩৮ রানের বিশাল জয়ে আত্মবিশ্বাসী পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বললেন, ভারত ম্যাচের জন্য প্রস্তুত তারা।

বুধবার (৩০ আগস্ট) মুলতান ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ১৬তম আসরের উদ্বোধনী ম্যাচে বাবরের ১৫১ ও ইফতিখার আহমেদের অপরাজিত ১০৯ রানের সৌজন্যে ৩৪২ রানের পাহাড় গড়ে পাকিস্তান। এরপর ১০৪ রানে নেপালকে গুঁড়িয়ে দিয়ে নিজেদের ওয়ানডে ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ জয় পায় তারা।

এশিয়া কাপের মঞ্চে প্রথমবার সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন বাবর। এছাড়া সবচেয়ে কম সময়ে ১৯তম ওয়ানডে সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েন ডানহাতি এই ব্যাটার, ভেঙে দেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার হাশিম আমলার রেকর্ড।

তিনি বলেন, পাল্লেকেলেতে ভারতের মুখোমুখি হওয়ার আগে নেপাল ম্যাচে ভালো প্রস্তুতি হয়েছে। পাকিস্তানি অধিনায়ক বলেন, ‘ভারত ম্যাচের জন্য এই ম্যাচ ছিল ভালো প্রস্তুতি। কারণ এটা আমাদের আত্মবিশ্বাস দিয়েছে। ভারতের বিপক্ষেও একই মানসিকতা নিয়ে খেলবে দল, আশা বাবরের, ভারত-পাকিস্তান ম্যাচ সবসময় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আমরা প্রতি ম্যাচে একশভাগ দিতে চাই, আশা করি সামনের ম্যাচেও সেটা বজায় থাকবে।’

দলের ব্যাটিং নিয়ে তিনি বলেন, আমি যখন ক্রিজে নামলাম, তখন বল ঠিকভাবে আসছিল না। আমি রিজওয়ানের সঙ্গে ইনিংস গড়ার চেষ্টা করেছিলাম। ইফতেখারও আসার পর দারুণ ইনিংস খেললো। সে আসার পর আমি তাকে সহজাত খেলা খেলতে বলেছিলাম এবং দুই-তিনটি বাউন্ডারির পর সে স্বাচ্ছন্দ্যে খেললো।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

 

news