লঙ্কানদের ১৬৫ রানের সহজ লক্ষ্য দিলো বাংলাদেশ

এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। বৃহস্পতিবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। টস জিতে ব্যাটিং নেমে ১৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। এতে লঙ্কানরা ১৬৫ রানের লক্ষ্য পায়।

এদিন ব্যাটিংয়ে নেমে শুরুতেই সাজ ঘরে ফেরেন এই ম্যাচে অভিষেক হওয়া তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। লঙ্কান স্পিনারের বলে শূন্য রানে লেগ বিফোরে কাঁটা পড়েন তিনি। তবে আরেক ওপেনার নাঈম শেখকে নিয়ে রান স্বাগতিক বোলারদের সামলাতে থাকেন শান্ত।

তবে ইনিংস বড় করতে পারেননি নাঈম শেখ। ২৩ বলে ১৬ রান করে ক্যাচ আউট হন এই বা হাতি ওপেনার। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। মাত্র ৩২ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

তবে দলকে চাপ মুক্ত করেন শান্ত ও হৃদয়। ৪১ বলে ২০ রানে হৃদয় আউট হলেও নিজের ফিফটি তুলে নেন শান্ত। এতে ১০০ রানের কোটা পার করে টাইগাররা। এরপর মুশফিক (১৩) এবং মিরাজ ৫ রানে আউট হলে আবারো চাপে পড়ে বাংলাদেশ। তবে অপর প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন শান্ত।
সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে শান্ত ৮৯ রানে আউট হলে উইকেট মিছিল শুরু করে টাইগাররা ব্যাটাররা। মাহেদী (৬), তাসকিন (০) ও  মোস্তাফিজ (০) রানে আউট হলে ১৬৪ রানে অলআউট হয় টাইগাররা।

লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন পাথিরানা। থিকেশানা দুই উইকেট শিকার করেন। এছাড়াও সিলভা, শানাকা ও ডুনিথ একটি করে উইকেট শিকার করেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

 

news