ওয়ানডেতে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন আফ্রিদি

এশিয়া কাপের হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলেও সবার আগে সুপার ফোর নিশ্চিত করেছে পাকিস্তান। ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে দুই দল। আগের ম্যাচে নেপালকে উড়িয়ে দিয়ে সব মিলিয়ে ৩ পয়েন্ট নিয়ে সুপার ফোরে উঠে গেছে বাবর আজমের দল।

তবে গতকাল টস জিতে ব্যাটিং নেওয়ার পর সবার কৌতূহল ছিল শাহিন শাহ আফ্রিদির বল রোহিত কীভাবে সামাল দেন। প্রথম দুই ওভার সামাল দিতে পারলেও পরের ওভারে পারেননি রোহিত। শাহিনের ইন সুইং ভারত অধিনায়কের ব্যাট-প্যাডের ফাঁক গলে আঘাত হানে স্টাম্পে। কিছুক্ষণ পর শাহিনের শিকার হয়ে ফিরতে হয় কোহলিকেও।

পরে হার্দিক পান্ডিয়া ও জাদেজার উইকেটও নেন তিনি। ১০ ওভারে ৩৫ রান দিয়ে ২ মেডেনসহ মোট ৪ উইকেট শিকার করেন শাহিন। এতে করে আন্তর্জাতিক ক্রিকেটে সব সংস্করণ মিলিয়ে তার উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ২৫১। তিনি মোট ১২০ ম্যাচ খেলেছেন।

এ ছাড়া এশিয়া কাপের ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো ১০ ইউকেট নিয়েছেন পাকিস্তানের পেসাররা। গতকাল আফ্রিদি চার উইকেট ছাড়াও নাসিম ও রউফ ৩টি করে উইকেট নেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news