বাংলাদেশ দলে মিডল অর্ডারে সেরা ব্যাটার মাহমুদউল্লাহ: দিনেশ কার্তিক

নিজ নিজ দলে দুই ব্যাটারের ভূমিকা প্রায় একই। দুইজনই ম্যাচের শেষ দিকে ফিনিশিংয়ের দায়িত্ব পালন করতেন। ব্যাট হাতে ছন্দে থাকার পরও আয়ারল্যান্ড সিরিজের পর থেকে জাতীয় দলে সুযোগ মেলেনি রিয়াদের। এমনকি এশিয়া কাপের দলেও নেই টাইগারদের অভিজ্ঞ এই ক্রিকেটার।

আন্তর্জাতিক গণমাধ্যম ক্রিকবাজের এক অনুষ্ঠানে ভারতের হার্শা ভোগলে এশিয়া কাপের বাংলাদেশ দল নিয়ে কথা বলছিলেন। সেখানে তামিম ও লিটনের না থাকা নিয়েও মন্তব্য করেন তিনি। ভোগলের মন্তব্যের পরই দিনেশ কার্তিক সেই প্রসঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদের নামটি যুক্ত করেন।

অভিজ্ঞ রিয়াদকে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার উল্লেখ করে দিনেশ কার্তিক বলেন, মাহমুদউল্লাহকেও রাখবো আমি (দলে)। বাংলাদেশ দলের মিডল অর্ডারের অন্যতম সেরা ব্যাটার সে। আপনি যদি বাংলাদেশ দলের স্কোয়াডের  তাকান দেখবেন কিছু মূল ক্রিকেটার দলে নেই। মাহমুদউল্লাহও স্কোয়াডে নেই। আমি জানি না বিশ্বকাপের ভাবনায় সে আছে কি না। তবে বাকিরা খুবই সলিড।

এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। সেই বিশ্বকাপে টাইগাররা ভালো করবে বলেও মন্তব্য করেন কার্তিক। চেনা কন্ডিশন হওয়ায় বাংলাদেশ দল নিয়ে আশাবাদী তিনি।

দিনেশ কার্তিক বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশ দল ভালো করেছে। তারা এমন একটি দল যাদের কাছ থেকে আপনি বিশ্বকাপে ভালো কিছু আশা করতে পারেন। বাকি দলগুলোর চেয়ে ভারতের কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা রয়েছে বাংলাদেশের।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news