কলকাতায় মাঠ কাঁপাতে আসছে চেলসি! অক্টোবরেই যুবভারতীতে খেলবেন লুকাকুরা
কলকাতায় খেলতে আসছে চেলসি (Chelsea)! ইংলিশ প্রিমিয়ার লিগের এই ফুটবল টিম কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে দুটি ম্যাচ খেলবে। আরও দুটি ম্যাচ খেলবে ভুবনেশ্বর আর জামশেদপুরে।
চেলসি ফুটবল ক্লাবের ফেসবুক পেজ থেকেই এই খবর জানানো হয়েছে মঙ্গলবার (Chelsea)। তারা লিখেছে, অক্টোবরে কলকাতা, জামশেদপুর আর ভুবনেশ্বরে যাচ্ছে চেলসি।
জানা গেছে, যুবভারতীতে যে দুটি ম্যাচ খেলবে চেলসি সেগুলির প্রথমটা হবে ২ অক্টোবর, সাদাম্পটনের বিরুদ্ধে সেদিন খেলবেন লুকাকুরা। খেলা হবে সন্ধে সাড়ে সাতটা থেকে। আবার পরের ম্যাচটি হবে ১৬ অক্টোবর রাত ১০টা থেকে। সেদিন চেলসি (Chelsea) খেলতে নামবে বেন্টফোর্ডের বিরুদ্ধে।
এছাড়া ২৩ অক্টোবর বিকেল ৫টা থেকে চেলসির ম্যাচ শুরু হবে ভুবনেশ্বরের মাঠে। নরউইকের বিরুদ্ধে সেখানে খেলতে নামবে চেলসি। ৩০ তারিখ জামশেদপুরে চেলসির টিম খেলবে নিউক্যাশেলের বিরুদ্ধে। সেই ম্যাচ সাড়ে সাতটা থেকে শুরু হবে।
মঙ্গলবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছে চেলসির ম্যাচ সম্পর্কে এখনও কোনও তথ্য তাদের কাছে নেই।দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে


