মেসিবিহীন মায়ামি জয় নিয়ে মাঠ ছাড়লো, জোড়া গোল কাম্পানার  

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি যোগ দেওয়ার পর থেকে নতুনরূপে ধরা দেয়া যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি। যারা মেসি যোগ দেয়ার আগে দেড় মাসের মধ্যে জয়ের মুখ দেখেনি তারাই কিনা একে একে সাতটি ম্যাচে জয় তুলে নিয়ে ক্লাব ইতিহাস প্রথম শিরোপা ঘরে তোলে। পরে আরেকটি টুর্নামেন্টের ফাইনালও নিশ্চিত করে। পরে এমএলএস-এ নিজের প্রথম ম্যাচে গোল করে অভিষেক রঙিন করে রাখেন মেসি। 

রোববার বাংলাদেশ সময় ভোরে ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে মাঠে নামে। ম্যাচটিতে মায়ামি জয় পায় ৩-২ গোলে। মায়ামির হয়ে জোড়া গোল করেন লিওনার্দো কাম্পানা, একটি গোল করেন ফাকুন্দো ফারিয়াস। কানসাস সিটির হয়ে গোল দুটি করেন ড্যানিয়েল সাল্লোয়ি ও অ্যালন পুলিদো।

এ জয়ের ফলে এমএলএসে ২৬ ম্যাচ শেষে মায়ামির পয়েন্ট দাঁড়ালো ২৮ এ। প্লে অফে খেলতে হলে মেসিদের আসতে হবে টেবিলের ৯ নম্বরে। তার জন্য মায়ামির প্রয়োজন আরও ৬ পয়েন্ট। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news