নারী বিশ্বকাপের চুমুকাণ্ডে পদত্যাগ করলেন রুবিয়ালেস
অবশেষে পদত্যাগ করলেন চুমুকাণ্ডে সমালোচিত স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস। ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি পেদ্রো রোচার কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি আমার কাজ চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরো বলেন, আমার নিজের সত্যের ওপর আস্থা আছে এবং জেতার জন্য আমি নিজের শক্তি অনুযায়ী সবকিছু করব। আমার মেয়ে, পরিবার এবং যারা আমাকে ভালোবাসে, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুধু স্প্যানিশ ফুটবল প্রধানের দায়িত্ব থেকেই নয়, উয়েফার নির্বাহী কমিটির সহ-সভাপতির পদ থেকেও সরে দাঁড়িয়েছেন রুবিয়ালেস।
কেনো এতদিন পর এ সিদ্ধান্ত নিলেন তিনি এমন প্রশ্নের জবাবে রুবিয়ালেস বলেন, আমার বাবা এবং মেয়েদের সঙ্গে আমি কথা বলেছি। তারা জানে, বিষয়টা আমাকে নিয়ে নয়। আর কিছু বন্ধুও বলেছে আমাকে যে নিজের মর্যাদার ওপর মনোযোগ দেওয়া দরকার এবং নিজের জীবন চালিয়ে নেওয়া দরকার। সবার কথা বিবেচনা এই সিদ্ধান্ত নিয়েছি আমি।
এর আগে নারী বিশ্বকাপের ফাইনালে স্পেন নারী দলের ফুটবলার জেনিফার হারমোসোকে জড়িয়ে ধরে চুম্বন করে বসেন রুবিয়ালেস। সেই ঘটনার পরই তাকে দাঁড়াতে হয় সমালোচনার কাঠগড়ায়।
সেই ঘটনার জের ধরে ফিফার নিষেধাজ্ঞার মুখে পড়তে হয় তাকে। একইসঙ্গে শুরু হয় ফিফার তদন্ত। পাশাপাশি তার বিরুদ্ধে মামলাও করেন হারমোসো।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


