অশ্লীল ভিডিও ছড়ানোর দায়ে রিয়ালের চার ফুটবলারকে গ্রেপ্তার করলো 

কয়েক দিন আগেই মেয়েদের বিশ্বকাপে পুরস্কার বিতরণীর মঞ্চে স্পেনের ফরোয়ার্ড জেনিফার হারমোসোকে ঠোঁটে চুমু দিয়ে বিতর্কের জন্ম দেন রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস। চুমু কাণ্ডের এই ঘটনার মধ্যেই স্পেনের ফুটবলে নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে লা লিগার অন্যতম সফল ক্লাব রিয়াল মাদ্রিদের চার ফুটবলার। এক নাবালিকার আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।

স্প্যানিশ পুলিশ গত বৃহস্পতিবার ক্লাবের প্রশিক্ষণ ভবন থেকে খেলোয়াড়দের গ্রেপ্তার করে। এর মধ্যে একজন ক্যাস্টিলা (রিয়ালের রিজার্ভ দল) এবং অন্য তিনজন রিয়াল মাদ্রিদ বয়স ভিত্তিক সি দলের খেলোয়াড়। সূত্র: চ্যানেলআই

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা ক্যানারি দ্বীপপুঞ্জের ১৬ বছর বয়সী এক মেয়ের সঙ্গে যৌন সম্পর্কের ভিডিও ধারণ করে তা অন্যদের মধ্যে ছড়িয়ে দেয়ার চেষ্টা করে তারা। মেয়েটি পুলিশকে জানায়, যৌন সম্পর্কে সম্মতি থাকলেও তিনি ভিডিও ধারণ করার ব্যাপারে অবগত ছিলেন না। যে কারণে খেলোয়াড়দের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ।

ওই নাবালিকার ভিডিও যাতে ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য অভিযুক্ত খেলোয়াড়দের সার্চ হিস্ট্রিও পরীক্ষা করা হচ্ছে। যদিও বিষয়টি নিয়ে খেলোয়াড়দেরও জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়। 

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ঘটনাটির উপর তারা নজর রাখছেন। মামলার সত্যতা ও বিশদ বিবরণ নিশ্চিত করার জন্য অভ্যন্তরীণ তদন্ত করা হচ্ছে বলেও স্প্যানিশ জায়ান্টরা জানিয়েছে। পূর্ণ তদন্তের পর যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেও জানায় রিয়াল মাদ্রিদ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি
 

news