রোনালদোকে দেখতে ইরানে দর্শকদের ভিড়

 ইউরোপ মাতিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো এখন খেলছে সৌদি ক্লাব আল নাসরে। ক্লাবটির হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আজ বাংলাদেশ সময় রাতে ইরানের ক্লাব পার্সপলিসের বিপক্ষে খেলবেন তিনি।দেশটিতে পা রাখার পরই তাই পর্তুগিজ এই তারকাকে ঘিরে তৈরি হয়েছে দর্শক উন্মাদনা।

সমর্থকরা রোনালদোকে এক নজর দেখার জন্য আল নাসরের বাসের পেছনে দৌড়াচ্ছিলেন। এমন একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যায় প্রিয় তারকাকে দেখার জন্য ছুটছেন অনেকে। রীতিমতো তাড়া দৌড় প্রতিযোগিতা শুরু করেছেন। 

ইউরোপের পাঠ চুকিয়ে গত বছরই আল নাসরে যোগ দেন রোনালদো। ক্লাবটির হয়ে চলতি মৌসুমে দারুণ খেলে যাচ্ছেন তিনি। এই পর্যন্ত সৌদি প্রো লিগে ১২ ম্যাচ খেলে পর্তুগিজ তারকা করেছেন ১৩ গোল। এর আগে গত মৌসুমে ক্লাবটির হয়ে জিতেছেন একটি শিরোপাও।  

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে মঙ্গলবার ইরানের ক্লাব পার্সপলিস এফসির মুখোমুখি হবে রোনালদোর আল নাসর। ‘ই’ গ্রুপে তাদের আরও দুই প্রতিপক্ষ কাতারের ক্লাব আল দুহাইল ও তাজিকিস্তানের ক্লাব ইস্তিকলল।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

news