টরোন্টোকে ৪-০ গোলে হারালো ইন্টার মিয়ামি, ইনজুরিতে মেসি

 ম্যাচে ইনজুরিতে পড়ে প্রথমার্ধেই মাঠ ছাড়েন লিওনেল মেসি। বৃহস্পতিবার এফসি টরোন্টোর বিপক্ষে ইনজুরিতে পড়ে ৩৭ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন লিওনেল মেসি। তবে ‘এলএমটেন’কে ছড়াই প্রথমার্ধের ইনজুরি সময়ে ফ্যারিয়াসের গোলে লিড নেয় মিয়ামি। 

দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে রবার্ট টেলর মিয়ামির ব্যবধান দ্বিগুণ করেন। ৭৩ মিনিটে বেঞ্জামিন ক্রেমাশির গোলে ৩-০ গোলে এগিয়ে যায় ‘টাটা’ মার্টিনোর দল। ম্যাচে ৮৭ মিনিটে রবার্ট টেলর নিজের দ্বিতীয় গোল করলে ৪-০’র বড় জয় পায় ইন্টার মিয়ামি।

আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্ব ম্যাচ খেলতে যাওয়া এবং ভ্রমণ ক্লান্তির কারণে মিয়ামির হয়ে দুটি ম্যাচ খেলতে পারেননি মেসি। শেষ ম্যাচে আটলান্টার বিপক্ষে হেরে মেজর লিগ সকারের প্লে-অফ অনিশ্চিত হয়ে পড়েছিল মেসির দলের। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news