সহজ জয়ে চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের প্রত্যাবর্তন
পিএসভি আইনদোভেনকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। গোল করেছেন বুকায়ো সাকা, লিয়ান্দ্রো ট্রোসার্ড, গ্যাব্রিয়েল হেসুস ও মার্টিন ওডেগার্ড।
‘বি’ গ্রুপের ম্যাচে পিএসভি আইনদোভেনকে উড়িয়ে দিয়েছে ইংলিশ জায়ান্ট আর্সেনাল। অ্যামিরেটস স্টেডিয়ামে ৮ মিনিটে বুকায়ো সাকার গোলে লিড নেয় গানাররা।
ডাচ প্রতিপক্ষের জাল লক্ষ্যভেদ করে ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ট্রোসার্ড। আর ৩৮ মিনিটে গ্যাব্রিয়েল হেসুসও স্কোর শিটে নাম তুললে ৩-০’র লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে আর্সেনাল। ৭০ মিনিটে অধিনায়ক মার্টিন ওডেগার্ডও গোল উৎসবে যোগ দিলে ৪-০’তে জয় নিশ্চিত করে গানাররা।
একই গ্রুপের সেভিয়া-লাঁস ম্যাচটি নিষ্পত্তিহীন থাকায় প্রথম ম্যাচের পরই ‘বি’ গ্রুপের শীর্ষে উঠেছে মিকেল আরতেতার দল। এই ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস লিগে ৬ মৌসুম পর প্রত্যাবর্তন হলো আর্সেনালের। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


