মৌসুমের প্রথম এল ক্লাসিকো, বার্সেলোনাকে হারালো রিয়াল মাদ্রিদ

মৌসুমের প্রথম এলক্ল্যাসিকোতে প্রথমেই গোল করে এগিয়ে যায় বার্সেলোনা। তবে দ্বিতীয়ার্ধে বেলিংহামের গোলেই সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। এরপর হাল না ছাড়া রিয়ালকে শেষ মুহূর্তে গোল করে উত্তেজনায় ভরা মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় ২-১ ব্যবধানে জয় উপহার দিলেন তরুণ এই ইংলিশ ফুটবলার।

শনিবার বার্সেলোনার মাঠ স্টাডিও অলিম্পিক লুইস স্টেডিয়ামে ম্যাচের শুরুতে বার্সাকে লিড এনে দেন ম্যানচেস্টার সিটি থেকে ধারে কাতালান শিবিরে আসা ইলকে গুন্ডোগান। ম্যাচের ৬ মিনিটে গোল করে অনন্য এক কীর্তি গড়েন এই জার্মান মিডফিল্ডার। এল ক্লাসিকোতে ২০১৪ সালের পর দ্রুততম গোল করলেন গুন্ডোগান। ৯ বছর আগে মাত্র তিন মিনিট ২ সেকেন্ডে রিয়ালের জাল কাঁপান নেইমার।

এ ছাড়া ডার ক্লাসিকার, ম্যানচেস্টার ডার্বি ও এল ক্লাসিকো সবগুলোতেই গোলের দেখা পেলেন গুন্ডোগান। প্রথমার্ধে দাপট ধরে রেখে ওই গোলে এগিয়ে থেকে শেষ করে জাভির দল। কিন্তু দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদ জুড বেলিংহামের গোল করলে গুন্ডোগানের কীর্তি গড়া গোল বিফলে যায়। ম্যাচের ৬৮ মিনিটে গোল করে রিয়ালের ইতিহাসের সর্বোচ্চ দামে কেনা মিডফিল্ডার। তার ওই গোলে ম্যাচ সমতার পথে এগিয়ে যায়।

এরপর হাল না ছাড়া রিয়াল মাদ্রিদ ম্যাচের যোগ করা সময়ে গোল করে জয় ছিনিয়ে নেয়। ম্যাচের অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে ক্রোয়েট মিডফিল্ডার লুকা মদ্রিচের অ্যাসিস্টে ইংলিশ মিডফিল্ডার দ্বিতীয় ও জয়সূচক গোল করেন। গোল শোধে মরিয়া ছিল বার্সা। ওরিওল রোমেউ, রাফিনহা ও আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনকে ব্লক করে দিয়ে ব্যবধান ধরে রাখে রিয়ালের রক্ষণভাগ।

এই জয়ে লা লিগায় ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠলো রিয়াল। সমান খেলে ২৮ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেল জিরোনা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news