রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করলো রদ্রিগো
ব্রাজিলিয়ান তরুণ ফুটবল তারকা রদ্রিগোর সঙ্গে রিয়াদ মাদ্রিদেও চুক্তি ছিলো ২০২৫ সাল পর্যন্ত। তবে দুর্দন্ত ছন্দে থাকা এই ফুটবলারের সঙ্গে আগে ভাগেই মেয়াদ বাড়িয়ে নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। সফলতম ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ তিন বছর বাড়িয়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
ভিনিসিয়ুস জুনিয়রের পর আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোর সঙ্গেও নতুন চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ। ইউরোপের সফলতম ক্লাবটিতে ২০২৮ সাল পর্যন্ত খেলবেন এই তরুণ।
ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছে রেয়াল। রদ্রিগোর আগের চুক্তির মেয়াদ শেষ হতো ২০২৫ সালে। বিবিসির খবর অনুযায়ী, নতুন চুক্তিতে রদ্রিগোর ‘রিলিজ ক্লজ’ রাখা হয়েছে ১ বিলিয়ন ইউরো।
এর আগে গত মঙ্গলবার রেয়ালের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ান ভিনিসিয়ুস।
মাত্র ১৮ বছর বয়সে ২০১৯ সালে রেয়ালে নাম লেখান রদ্রিগো। স্প্যানিশ ক্লাবটির জার্সিতে পাঁচ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭৯টি ম্যাচ খেলেছেন তিনি, গোল করেছেন ৩৯টি।
কার্লো আনচেলত্তির কোচিংয়ে ২০২১-২২ মৌসুমে রেয়ালের চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল রদ্রিগোর। নকআউট পর্বে বদলি হিসেবে নেমে করেছিলেন লড়াইয়ের ভাগ্য নির্ধারণী কয়েকটি গোল। এছাড়া দলটির হয়ে দুটি লা লিগা সহ মোট ৮টি শিরোপা জিতেছেন ২২ বছর বয়সী এই ফুটবলার। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


