পিএসজিকে হারিয়ে জয়ে ফিরলো এসি মিলান
সান সিরোয় মঙ্গলবার দিবাগত রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পিএসজির বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জিতেছে এসি মিলান। মিলান স্ক্রিনিয়ারের গোলে পিএসজি এগিয়ে যাওয়ার পর সমতা টানেন রাফায়েল লেয়াও। বিরতির পর অলিভিয়ে জিরুর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালিয়ান ক্লাবটি।
অক্টোবরের আন্তর্জাতিক বিরতির পর থেকে ব্যর্থতা ঘিরে ধরেছিল এসি মিলানকে। সেরি আ ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে সবশেষ চার ম্যাচের একটিও জিততে পারেনি তারা; এর তিনটিতেই হারে দলটি, অন্যটি ড্র। অবশেষে পেল জয়ের স্বাদ।
ম্যাচের শুরু থেকে দুই দলই আক্রমণাত্মক খেলতে থাকে। চাপ কিছুটা বেশি রাখতে পারে পিএসজি, দ্রুত গোলও পেয়ে যায় তারা।
নবম মিনিটে কর্নারে মার্কিনিয়োসের হেড পাস ছয় গজ বক্সে পেয়ে ওয়ান-অন-ওয়ানে হেডেই লক্ষ্যভেদ করেন স্ক্রিনিয়ার। গোলটির পেছনে এসি মিলানের রক্ষণভাগের দায় পরিষ্কার। তাদের চোখকে ফাঁকি দিয়ে একাই ছোট ডি-বক্সে ঢুকে পড়েন স্ক্রিনিয়ার, কেউই তা খেয়াল করেননি!
অবশ্য পাল্টা জবাব দিতে স্বাগতিকরা একেবারেই সময় নেয়নি। আর এবার ভুল করে বসেন পিএসজি গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা।
পিছিয়ে পড়ার তিন মিনিট পর ডি-বক্সের মধ্যে থেকে বাঁ পায়ের শটে চেষ্টা করেন জিরু। দোন্নারুম্মা ঝাঁপিয়ে ঠেকিয়ে দিলেও দলকে বিপদমুক্ত করতে পারেননি। আলগা বল ছয় গজ বক্সের বাইরে পেয়ে অ্যাক্রোবেটিক ভলি করেন লেয়াও, যথেষ্ট ক্ষিপ্র হতে পারেননি গোলরক্ষক, তাই সোজাসুজি আসা বল তাকে ফাঁকি দিয়ে জালে জড়ায়।
২৭তম মিনিটে উসমান দেম্বেলের বক্সের বাইরে থেকে নেওয়া শট ক্রসবারে লাগলে পিএসজির হতাশা আরও বাড়ে। এরপরই শাণানো প্রতি-আক্রমণে জিরুর জোরাল শট পাশের জাল কাঁপায়।
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে জিরুর গোলে এগিয়ে যায় মিলান। বাঁ দিক থেকে থিও এরনঁদেজের ক্রস বক্সে পেয়ে লাফিয়ে হেডে গোলরক্ষককে পরাস্ত করেন ফরাসি স্ট্রাইকার।
৬৩তম মিনিটে অসাধারণ নৈপুণ্যে ব্যবধান বাড়তে দেননি দোন্নারুম্মা। বক্সের অনেকটা বাইরে থেকে ফ্রান্সের ডিফেন্ডার এরনঁদেজের ফ্রি কিকে বল বাঁক খেয়ে পোস্ট ঘেঁষে জালে জড়াতে যাচ্ছিল, ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ফেরান ইতালিয়ান গোলরক্ষক।
নির্ধারিত সময় শেষের আগের মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েও হারায় পিএসজি। শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


