লেভানদোভস্কির জোড়া গোলে লা লিগায় জয় পেলো বার্সেলোনা

 দুর্দান্ত ম্যাচ খেলেছে বার্সেলোনা। প্রতিপক্ষ দেপোর্তিভো প্রথম গোল করে এগিয়ে থেকে কম লড়াই করেনি। কিন্তু দ্বিতীয় গোলের দেখা পায়নি তারা। প্রতিপক্ষকে ঠেকিয়ে দিতে দারুণ অবদান রেখেছেন বার্সার গোলরক্ষকও।

শেষ পর্যন্ত স্প্যানিশ লা লিগায় দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে জোড়া গোল করেছেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি। রোববার রাতে মন্টজুইক অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

খেলা শুরুর প্রথম মিনিটেই চমক দেখায় আলাভেস। সামু ওমোরোডিওনের গোলে এগিয়ে যায় তারা। প্রথমার্ধ পর্যন্ত লিড ধরে রাখে সফরকারি দলটি। বিরতি থেকে ফিরে ৫৩ মিনিটে লেভানদোভস্কির গোলে সমতায় ফেরে কাতালানরা।

পরে দু’দলই বেশ কয়েকবার আক্রমণে ওঠে। তবে গোলের দেখা পাচ্ছিল না কেউ। খেলার ৭৮ মিনিটে পেনাল্টি পায় বার্সা। লেভানদোভস্কি স্পটকিক থেকে গোল করেন। শেষ পর্যন্ত পোলিশ স্ট্রাইকারের জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

এই জয়ের পরও পয়েন্ট টেবিলের তিন নম্বরেই রয়েছে বার্সা। ১৩ ম্যাচে ৯ জয়, তিন ড্র এবং এক হারে জাভির দলের পয়েন্ট ৩০। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে জিরোনা। আর ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news