তামিমের উপর পাপনের মিথ্যাচারের অভিযোগ

কিছুটা অভিযোগের সুর নিয়েই তামিম বলেছিলেন, টি-টোয়েন্টি ক্রিকেটে তার ভবিষ্যৎ নিয়ে নাকি কথা বলার সুযোগই পাচ্ছেন তিনি। এরপরই তামিমের এমন অভিযোগকে মিথ্যাচার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। 

ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ দেওয়া এক সাক্ষাতকারে পাপন বলেছেন, এটা স্রেফ মিথা কথা (যে আমরা তামিমের সঙ্গে টি-টোয়েন্টিতে ওর ভবিষ্যৎ নিয়ে কথা বলিনি)। তাকে আমার বাসায় ডেকে আমি চারবার টি-টোয়েন্টি খেলতে অনুরোধ করেছি। বোর্ডের অন্য সদস্যরাও তাকে অনুরোধ করেছে, সে বলেছে খেলবে না। এখন দেখেন কী বলছে।

বিসিবির বস আরো বলেন, তাকে (তামিম) অনেকবার ফেরানোর চেষ্টা করা হলেও সে লিখিত দিয়ে বলেছে টি-টোয়েন্টি খেলবে না। তাই আমি বুঝতে পারছি না সমস্যাটা কোথায়। তাই সে যা বলে তাকে বলতে দিন, আমাদের হাতে (নিজেদের পক্ষে) যা প্রমাণ আছে, তা আমরা হাজির করব।

তবে এত কিছুর পরও বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান ওয়ানডে দলের অধিনায়ক তামিমকে আবারো টাইগাদের টি-টোয়েন্টি দলে ফিরে পাওয়ার আশা ব্যক্ত করে পাপন বলেন, আমরা চাই সে (টি-টোয়েন্টি) খেলুক। এখন সে কি খেলবে? সে কি বিশ্বকাপে খেলতে চায়? যদি খেলতে চায়, তাহলে তাকে আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে হবে।

news