আফ্রিকার বর্ষসেরা ফুটবলার নাইজেরিয়ান ওসিমেন
কয়েক আগেই গুঞ্জন উঠেছিলো এবারের আফ্রিকার বর্ষসেরা ফুটবলার হতে চলেছেন মোহাম্মদ সালাহ ও আশরাফ হাকিমির মধ্যে একজন। তবে সব গুঞ্জনকে পিছনে ফেলে আফ্রিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন নাপোলির নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর ওসিমেন। মরক্কোর মারাক্কেশ শহরে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ওসিমেনের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। গত মৌসুমে ইতালিয়ান সিরিয়া লিগ শিরোপা জয়ে নাপোলিকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি।
পুরস্কার হাতে নিয়ে ২৪ বছর বয়সী ওসিমেন বলেন, এটা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো ঘটনা। আমার প্রতি সমর্থনের জন্য নাইজেরিয়ানদের ধন্যবাদ জানাচ্ছি। একইসঙ্গে পুরো আফ্রিকার প্রতি কৃতজ্ঞ, যে কারণে বিশ্ব এখন আমাকে চিনে। আমার অনেক ভুল-ত্রুটি থাকা সত্ত্বেও আমাকে উৎসাহিত করার জন্য সবাইকে ধন্যবাদ।
গত মৌসুমে নাপোলির হয়ে সব ধরনের প্রতিযোগীতায় ওসিমেন ৩১ গোল করেছেন। ৩৩ বছর পর প্রথমবারের মত নাপোলির ইতালিয়ান লিগ শিরোপা জয়ের পিছনে এই ফুটবলারের অবদান ছিল সবচেয়ে বেশি। ২০১৫ সালে চিলিতে অনুষ্ঠিত অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকেই ওসিমেনের প্রতি আলাদা নজর পড়ে বড় ক্লাবগুলোর। সূত্র: মার্কা
আফ্রিকার বর্ষসেরা পুরস্কার :
বর্ষসেরা খেলোয়াড় : ভিক্টর ওসিমেন (নাইজেরিয়া)
বর্ষসেরা ক্লাব খেলোয়াড় : পার্সি টাউ (আল আহলি, মিশর)
বর্ষসেরা গোলরক্ষক : ইয়াসিন বুনু (মরক্কো)
বর্ষসেরা তরুণ খেলোয়াড় : লামিন কামারা (সেনেগাল)
বর্ষসেরা কোচ : ওয়ালিদ রেগ্রাগুই (মরক্কো)
বর্ষসেরা জাতীয় দল : মরক্কো
বর্ষসেরা ক্লাব : আল আহলি (মরক্কো)
সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


