বাংলাদেশকে বিজয় দিবসের শুভেচ্ছা জানালো রোনালদোর আল নাসর

গতকাল সারা দেশে পালিত হয়েছে মহান বিজয় দিবস। সকল শ্রেণীর মানুষ নিজের মতো করে দিনটিকে উদযাপন করেছে। এছাড়াও দেশের বাইরে থেকেও অনেকে বাংলাদেশকে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছে। সেই তালিকায় নজর কেড়েছে সৌদি ক্লাব আল নাসর। যে দলটিতে খেলেন বিশ্বসেরা ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। যার ফলে তার অগণিত বাঙালি ভক্ত আল নাসরকে সমর্থন করে। তার জন্য বাংলাদেশের বিজয় দিবসে শুভেচ্ছা জানিয়েছে সৌদি ক্লাবটি।

ফেসবুকে আল-নাসর বাংলায় লিখেছে, বাংলাদেশের সকল বন্ধুদের বিজয় দিবসের শুভেচ্ছা। সেইসঙ্গে এই বার্তার ইংরেজি অনুবাদও যুক্ত করে হ্যাশট্যাগে বাংলাদেশ যুক্ত করেছে ক্লাবটি। আর পোস্টের সঙ্গে জুড়ে দিয়েছে একটি ফটোকার্ড।

সৌদি আরবের ক্লাব আল-নাসরের এমন পোস্টের পরে সেখানে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে। বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া লিখেছেন, ধন্যবাদ জানাই আল-নাসর। এটি একটি প্রশংসনীয় কাজ।

এছাড়া আরও অনেকে ক্লাবটির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। কেউ কেউ আবার সেই পোষ্ট নিজের ব্যক্তিগত প্রোফাইলে শেয়ারও করেছেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news