মোহামেডানকে হারিয়ে স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

 সেমিফাইনালে রহমতগঞ্জকে হারিয়ে ৯ বছর পর স্বাধীনতা কাপের ফাইনালে উঠেছিলো মোহামেডান। সোমবার আসরের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের মুখোমুখি হয়েছিলো সাদা-কালোরা। তবে শেষ পর্যন্ত শিরোপা জিতে পারেনি মোহামেডান। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বসুন্ধরা কিংসের কাছে ২-১ গোলে হেরেছে ক্লাবটি। এতে শিরোপা ধরে রেখেছে কিংসরা। 

এই ম্যাচে কাগজে-কলমে বসুন্ধরা কিংসের থেকে পিছিয়ে থাকলেও, লড়াই করেছে সাদা-কালোরা। মোজাফফর ও সোলেমান দিয়াবাতের সমন্বয়ে মোহামেডান কয়েকটি আক্রমণে গোলের সুযোগ তৈরি হলেও দুর্বল ফিনিশিংয়ে লিড পায়নি ক্লাবটি। সোমবার কর্মব্যস্ত দিনে ফাইনাল হলেও গ্যালারিতে ছিল দুই দলের সমর্থক। রেফারির কিছু সিদ্ধান্তে মাঝে মধ্যেই ফুঁসে উঠছিল গ্যালারি।
দুই দলের আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে খেলা জমে উঠলেও, প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউ। ফলে  গোল শূন্য থেকে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে বড় ধাক্কা খায় কিংসরা। ম্যাচের ৪৭তম মিনিটে মোহামেডানের অর্ধে বল দখলের লড়াইয়ে বাজে ট্যাকল করেন কিংসের রফিক। যা চোখ এড়ায়নি রেফারির। রফিককে সরাসরি লাল কার্ড দেখালে জোর আপত্তি জানান কিংস ফুটবলাররা। 

এই সুযোগ কাজে লাগিয়ে এক মিনিট পরেই মোহামেডান লিড নেয়। বাঁ প্রান্ত থেকে মোজাফফরভের কর্নার এনামুয়েলের মাথা ছুঁয়ে বল গোল লাইন অতিক্রম করে। তবে সেটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সাদা-কালোরা। এক মিনিট পরই ম্যাচে সমতা আনে কিংস। পাল্টা আক্রমণে রাকিব বক্সের মধ্যে নিয়ন্ত্রণ নিয়ে দারুণ শটে গোল করেন।

এরপর ৮২তম মিনিটে ব্রাজিলিয়ান ডরিয়েল্টনের গোলে শিরোপা উৎসবে মাতে বসুন্ধরার দল। কিংসের সুন্দর একটা আক্রমণে বক্সের মধ্যে মিগুয়েলের বাড়ানো বল পান ডরিয়েল্টন। গোলরক্ষককে পরাস্ত করতে ভুল করেননি এই ব্রাজিলিয়ান। বাকি সময় চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি মোহামেডান। ফলে ১-২ গোলের ব্যবধানের জয়ে চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news